সর্বশেষ সংবাদ :

বনপাড়া পৌরসভার মেয়র-কাউন্সিলরদের অভিষেক

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলরদের বিদায় ও নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বুধবার পৌর সম্মেলন কক্ষে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে টানা তৃতীয়বার নির্বাচিত মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে ও নির্বাহী প্রকৌশলী আতাউর রহমানের সঞ্চালনায় সদ্য সাবেক পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, সাবেক ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, মাওলানা আশরাফুল ইসলাম, বোরহান উদ্দিন ভূঁইয়া ও আতাউর রহমান মৃধা, নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর মোহিত কুমার সরকার, আশরাফুল ইসলাম মিঠু, ঈমান আলী, গিয়াসউদ্দিন মনির, শহিদুল ইসলাম ও শরিফুন্নেছা শিরিন এবং হিসাব রক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিগত নির্বাচনে অংশ না নেয়া ও পরাজিত কাউন্সিলরদের বিদায় সংবর্ধনা এবং নবনির্বাচিত মেয়র, চারজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ১২ জন সাধারণ কাউন্সিলরকে পুষ্পস্তবক ও উপহার সামগ্রী তুলে দিয়ে বরণ করে নেয়া হয়।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩ | সময়: ৭:১৬ পূর্বাহ্ণ | সুমন শেখ