রবিবার, ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার:
নগরীতে আরএমপি এয়ারপোর্ট থানার ভবন নির্মাণ, রাজশাহী মহানগরীর সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পসহ ১০টি প্রকল্পের ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে মোট এক কোটি ১৮ লাখ টাকার এলএ (ক্ষতিপূরণ) চেক বিতরণ করেছে রাজশাহী জেলা প্রশাসন। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল। এসময় তিনি বলেন, আপনাদের সহযোগিতার কারণে শহর উন্নত হচ্ছে। এই চেক আপনাদের আন্তরিকতার সাথে তুলে দেয়া হয়েছে। এই অফিসের চেক পেতে কোন ধরণের অবৈধ সুবিধা নেয়ার সুযোগ নেই।
এই সময় চেক পাওয়া জমির সাবেক মালিকরা জানান,অত্যন্ত স্বচ্ছতার সাথে জমি অধিগ্রহণসহ সার্বিক কর্মকান্ড হওয়ায় তারা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সানশাইন / শামি