শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির ধাক্কায় মাহতাব উদ্দিন (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার ভোররাত ৫ টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ধীনগর এলাকার আমনুরা-নয়াগোলা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাহাতাব উদ্দিন সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ধীনগর গ্রামের মৃত তাইনুস উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার, স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, ফজরের নামাজ পড়ার উদ্দেশ্য ভোর আনুমানিক ৫ টার দিকে বাসা থেকে বের হন মাহতাব উদ্দিন। এসময় রাস্তা পার হতে গিয়ে আমনুরা থেকে নবাবগঞ্জগামী একটি মাছভর্তি ভুটভুটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় বৃদ্ধ মাহতাব উদ্দিন।
ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফর রহমান ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান জানান, ভুটভুটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের দাবির প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। দুপুরের পর দাফন করা হবে।