মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
নওগাঁ প্রতিনিধি: ‘বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবন প্রতিবন্ধী ব্যক্তির জীবন মান উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইব্রাহিম।
জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর আয়োজিত এই আলোচনা সভায় সমাজসেবার সহকারী পরিচালক মুহতাসিম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান, সদর উপজেলা সমাজ সেবা অফিসার সাইদুর রহমান, বাকপ্রতিবন্ধী সাইফুল ইসলাম বক্তব্য রাখেন। বক্তারা বাংলা ইশারা ভাষা দিবসের উপর বিস্তারিত আলোচনা করেন।