শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ড কার্যালয়ে পৌরকর আদায় ক্যাম্প পরিচালিত হচ্ছে। উক্ত ক্যাম্পে বকেয়া পৌরকরের উপর ১৫% সারচার্জ মওকুফ করে পৌরকর গ্রহণ করা হচ্ছে। সোমবার রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার সম্মানিত হোল্ডিং মালিকগণকে জানানো যাচ্ছে যে, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ড কার্যালয়ে পৌরকর আদায় ক্যাম্প পরিচালিত হচ্ছে। উক্ত ক্যাম্পে বকেয়া পৌরকরের উপর ১৫% সারচার্জ মওকুফ করে পৌরকর গ্রহণ করা হচ্ছে। সারচার্জ মওকুফের সুযোগ গ্রহণ করে পৌরকর পরিশোধ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
সম্মানিত ব্যবসায়ীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহানগরীর বিভিন্ন মার্কেটের সামনে ক্যাম্প স্থাপন করিয়া ট্রেড লাইসেন্স নতুন ও নবায়ন কার্যাক্রম পরিচালিত হচ্ছে। উক্ত ক্যাম্পে সীমিত সময়ের জন্য ট্রেড লাইসেন্স নবায়নের উপর ১৫% সারচার্জ মওকুফ করা হয়েছে। অতি সত্ত্বর ক্যাম্প এবং অফিসে সারচার্জ মওকুফের সুবিধা গ্রহণ করে ট্রেড লাইসেন্স করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়েছে।