শুক্রবার, ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাট উপজেলার বালুমহাল ইজারা স্থগিত করতে ভুমি মন্ত্রণালয়ের সচিব, রাজশাহী জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)কে রুল জারি করেছে উচ্চ আদালত।
গেল ১ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারক জাফর আহমেদ ও মো. বশির উল্লাহ সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেছেন। রুলে কেন হাইড্রোগ্রাফিক জরিপ ছাড়াই দরপত্র আহবান করা হয়েছে, তা জানতে চেয়ে চার সপ্তাহ সময় বেধে দেয়া হয়েছে। এ সময় পর্যন্ত চারঘাট উপজেলার বালুমহাল ইজারা প্রক্রিয়া স্থগিত রাখতে বলা হয়েছে। সেইসাথে এই চার সপ্তাহ বিবাদীকে স্থিতিঅবস্থা বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে।
উচ্চ আদালতের দেয়া রুলে বলা হয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদীকে বালিমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১১ অনুযায়ী রাজশাহীর চারঘাট উপজেলার দরপত্র আহবান করা বালুমহালের হাইড্রোগ্রাফিক জরিপ করাতে হবে। সেইসাথে বিধি না মেনে কেন চারঘাট উপজেলার বালিমহালের দরপত্র আহবান করা হয়েছে, তাও জানতে চাওয়া হয়েছে। প্রতিবেদন দাখিলসহ আগামী চার সপ্তাহ বিবাদিকে এ সংক্রান্ত সকল কার্যক্রমের ওপর স্থিতিঅবস্থা জারি করেছে উচ্চ আদালত।