রবিবার, ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোটার, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ীতে দিনে দুপুরে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলা সদর সোনালী ব্যাংকের সামনে থেকে উপজেলা ইন্সট্রাক্টর (ইউআরসি) রুহুল আমিন সোনালী ব্যাংকে সুপার স্পিলেন্ডার মোটর সাইকেলটি রেখে তার নিজ বেতন উত্তোলনের জন্য গেলে ২০ মিনিটের মধ্যে এসে দেখে মোটর সাইকেলটি চুরি হয়েছে।
মোটর সাইকেলটির রং লাল যার নং ঢাকা মেট্রো হ- ৪৬-৮২৫৪। এসময় একটি টিনের দোকানের সিসিটিভি থাকলেও সে সময় বিদুৎ না থাকার কারণে ভিডিও ধারণ হয়নি। এই ব্যাপারে গোদাগাড়ী উপজেলা ইন্সট্রাক্টর (ইউআরসি) রুহুল আমিন বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় অভিযোগ ও সাধারণ ডাইরী দায়ের করেছে।
এ ব্যাপারে জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, সোনালী ব্যাংকের সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় অভিযান অব্যাহত চালিনো হচ্ছে। সেই সাথে মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা করেছি।