শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ভূয়া কাবিননামা তৈরী করে এক তরুনীকে একাধিকবার ধর্ষনের অভিযোগে রনি হোসেন নামে এক যুবককে বিদেশে পালানোর সময় গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত রনি জয়পুরহাট পৌর শহরের ধানমন্ডি এলাকার নুরুল ইসলাম মন্ডলের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, প্রায় দুই বছর আগে কাতারে থাকার সময় ভুক্তভোগি ওই তরুনীর সঙ্গে ফেসবুকে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে উঠে রনির। পরে রনি দেশে ফিরে একটি ভুয়া কাবিননামা তৈরী করে তরুনীকে একটি বাড়িতে রেখে একাধিকবার ধর্ষণ করে। এরপর মেয়েটি সদর থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত কাতারে পালানোর চেষ্টা করে।
সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, মামলার পর অভিযুক্তকে খুঁজছিল পুলিশ। গতকাল সে কাতারে পালিয়ে যাচ্ছিল এমন খবর পেয়ে পুলিশ র্যাব ও ইমিগ্রেশনের সহায়তায় তাকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেপ্তার করে।