মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
পবা প্রতিনিধিঃ
রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভায় ৬নং ওয়ার্ডের থালতা মেইন রোড হতে জান্নাতুল বাকি কবরস্থান পর্যন্ত সি.সি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (০৫ ই ফেব্রুয়ারি) সকালে এডিপি’র অর্থায়নে ও নওহাটা পৌরসভার বাস্তবায়নে এই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন পবা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবু বাক্কার সিদ্দিক, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, নওহাটা পৌরসভা সংরক্ষিত আসন ৪,৫,৬ নং ওয়ার্ডের কাউন্সিলর রেশভানু বেগম, নওহাটা পৌরসভার প্রকৌশলী আব্দুর রহিম, নওহাটা পৌরসভা কার্যসহকারী রাকিব আলী, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শমসের আলী, প্রবীণ আওয়ামীলীগ নেতা শাহজাহান আলী, ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শিমুল আলী, স্থানীয় সমাজ সেবক আনিছুর রহমান, নওহাটা পৌরসভা যুবলীগের সদস্য নয়ন আলী সহ আরো উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।
জানা যায় অত্র এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো এই কবরস্থানের কাঁচা রাস্তাটি যাতে পাকাঁ করে চলাচলের উপযোগী করে দেওয়া হয়। বর্ষা মৌসুমে রাস্তায় কাদাঁযুক্ত ও জলাবদ্ধতা হওয়ায় এই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে উঠে। এমতাবস্থায় এই রাস্তা নির্মাণ কাজ শেষ হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে সেই জন্য এলাকাবাসীর পক্ষ থেকে পৌর মেয়র হাফিজুর রহমান কে বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো হয়।
সানশাইন/টিএ