শুক্রবার, ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
মহাদেবপুর প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন মুন্ডার প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রবিবার সবিন মুন্ডার কালনা গ্রামের নিজ বাড়ীতে শ্রদ্ধাঞ্জলী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য কিসটিনা টপ্যর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসদ নেতা জয়নাল আবেদীন মুকুল, ওয়ার্কাস পার্টির নেতা লিয়াকত আলী লিকু, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় নেতা গণেষ মারডি, সুবাস হেম্ব্রম, জাতীয় আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নরেন পাহান, জাতীয় আদিবাসী উপদেষ্টা দেবাশীষ দেবু, মহাদেবপুর প্রেসক্লাব সভাপতি আজাদুল ইসলাম আজাদ, অধ্যক্ষ আরিফুর রহমান প্রমুখ।
সানশাইন/টিএ