মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
বদলগাছি (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলার আবাদপুর আশ্রয়ণে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে আবাদপুর আশ্রয়ণ প্রকল্পে উপজেলা প্রশাসন ও তথ্য আপার উদ্যোগে এ বিশেষ উঠান বৈঠকের আয়োজন করা হয়। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকল্প পরিচালক ও আশ্রয়ণ-২ প্রকল্পের যুগ্মসচিব আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।
আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. খালিদ মেহেদী হাসান পিএএ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুুহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন, সহকারী কমিশনার(ভূমি) মোসা. আতিয়া খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমূখ।
উঠান বৈঠক শেষে প্রধান অতিথি আবাদপুর আশ্রয়ণের প্রত্যেকটি ঘর ঘুরে ঘুরে দেখেন। পরে সেখানে বৃক্ষচারা রোপন করেন।
সানশাইন / শামি