মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : নিজ ঘরের ফ্যানের সঙ্গে দড়ি ঝুললেও রাজশাহীতে এক ব্যক্তির লাশ মিলেছে মেঝেতে। বৃহস্পতিবার ভোরে রাজশাহীর কাটাখালি থানধীন কিসমত কুখন্ডি এলাকার একটি বাড়ি থেকে এ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম জাকির হোসেন (৩৮)। সে ওই নামের বাসিন্দা।
জাকির হোসেনের স্ত্রী আশা খাতুন জানান, মাথার যন্ত্রণা নিয়ে কয়দিন থেকে সমস্যায় ভুগছিলেন জাকির, সে একাই রুমে শুয়ে ছিলেন রাতে। সকালে ঘর মুছতে গিয়ে দেখি ফ্যানের সঙ্গে একটি দড়ি ঝুলছে আর নীচে পড়ে রয়েছে তার লাশ। পরে বাড়ীতে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে।
আরএমপির কাটাখালি থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করেছে। জাকিরের স্ত্রী জানান, তার মাথায় সমস্যয় ভূগছিলেন। বিষয়টি খাতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।