বৃহস্পতিবার, ৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) একাদশ জাতীয় সংসদের ৬টি শুন্য আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত তিনজন প্রার্থী জয় লাভ করায় রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের শুভেচ্ছা ও অভিনন্দন।
চাঁপাই নবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ ও চাঁপাই নবাবগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান এবং বগুড়া-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাগেবুল আহসান রিপু বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
আওয়ামী লীগ মনোনীত বিজয়ী প্রার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।
বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়।