৪৮ মিটার দূর থেকে আত্মঘাতী গোল!

স্পোর্টস ডেস্ক: প্রায় মাঝমাঠের কাছাকাছি টাচলাইনের পাশে সতীর্থের থ্রো-ইন থেকে বল পেলেন কোস্তান্তিনোস মাভরোপানোস। দলের গোলরক্ষক যে পোস্ট ছেড়ে বেরিয়ে এসে দাঁড়ানো, সেদিকে খেয়ালই করলেন না তিনি। প্রতিপক্ষের এক খেলোয়াড়কে এগিয়ে আসতে দেখে স্টুটগার্টের এই ডিফেন্ডার দিলেন ব্যাক-পাস। গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারলেন না, বল চলে গেল জালে, আত্মঘাতী গোল!
জার্মান কাপের শেষ ষোলোয় মঙ্গলবার দ্বিতীয় বিভাগের দল পাডেরবোর্নের বিপক্ষে সবাইকে অবাক করে দিয়ে ৪৮ মিটার দূর থেকে ওই আত্মঘাতী গোল করেন মাভরোপানোস। জার্মান ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে বেশি দূর থেকে আত্মঘাতী গোলের রেকর্ড এটি।
ম্যাচের চতুর্থ মিনিটেই ওই আত্মঘাতী গোল করে বসেন ২৫ বছর বয়সী মাভরোপানোস। এর চড়া মূল্য যদিও দিতে হয়নি স্টুটগার্টকে। শেষ দিকে দুই গোল করে ২-১ ব্যবধানের জয়ে কোয়ার্টার-ফাইনালে নাম লেখায় বুন্ডেসলিগার দলটি।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩ | সময়: ৬:৩৬ পূর্বাহ্ণ | সুমন শেখ