সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপি নেতা হানুরুর রশীদের ছেড়ে দেওয়া চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ নির্বাচনে বেসরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওদুদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা যুবলীগের বহিস্কৃত সভাপতি আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের চেয়ে ৩ হাজার ৬৫৮ ভোট বেশি পেয়ে তিনি এমপি নির্বাচিত হয়েছে। তিনি মোট পেয়েছেন ৫৯ হাজার ৬৩৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন পেয়েছেন ৫৫ হাজার ৯৮০ ভোট। এছাড়াও বিএনএফের দলীয় টেলিভিশনের প্রার্থী কামরুজ্জামান খাঁন পেয়েছেন ৪ হাজার ৪০ ভোট।
রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা একেএম গালিভ খান এ ঘোষণা দেন। তিনি আরও বলেন, এই আসনে ভোট পড়েছে ভোট পড়েছে ১ লাখ ১৯ হাজার ৬৫৮ জন। এবং গড়ে ভোট পড়েছে ২৯ দশমিক ০৮ শতাংশ।
সানশাইন/টিএ