রাজশাহীতে ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীতে ইউনিয়ন পরিষদের নির্বাচিত দুই চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই শপথ বাক্য পাঠ করান রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। নির্বাচিত চেয়ারম্যান হলেন রাজশাহী পুঠিয়া উপজেলা শিলমাড়িয়া ইউনিয়নের মোঃ সাজ্জাদ হোসেন (মুকুল) ও ভালুকগাছি ইউনিয়নের মোঃ জিল্লুর রহমান। শপথ গ্রহণ শেষে নির্বাচিত দুই চেয়ারম্যান বলেন, আমাদের এলাকার মানুষরা যে আশায় তাদের ভোট দিয়েছেন যে দায়িত্ব পালন করতে আমরা সর্বদা সচেষ্ট থাকবো। জনগন ও দেশের সেবায় নিজেদের নিয়োজিত রাখবো।

 

 

সানশাইন/টিএ


প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩ | সময়: ৯:৪৯ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর