শুক্রবার, ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
প্রেস বিজ্ঞপ্তিঃ
প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের (৬৮) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বুধবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।
শোক বিবৃতিতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় রাজশাহী মহানগরীর ১৬নং ওয়ার্ডের মথুরডাঙ্গায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ পুত্র ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
সানশাইন/টিএ