বনপাড়া পৌরসভা মেয়রকে সংবর্ধনা দিলেন শিক্ষকরা

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার তৃতীয় মেয়াদে মেয়র নির্বাচিত মেয়র কেএম জাকির হোসেনকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আবু শামার সভাপতিত্বে ও রেজাউল করিমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত মেয়র জাকির হোসেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার ফাইজুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সোনালী খানম, সমিতির সাধারণ সম্পাদক আজমা খাতুন শিউলী, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আজাহার আলী ও কামাল হোসেন, সহকারী শিক্ষক আব্দুল করিম, সুমন ও মাহমুদুল হাসান। অনুষ্ঠানের শেষাংশে সদ্য নিয়োগপ্রাপ্ত ৩১ জন সহকারী শিক্ষককে বরণ করে নেয়া হয়।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩ | সময়: ৭:০৯ পূর্বাহ্ণ | সুমন শেখ