রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে কোঁচড়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট সোহরাব হোসেনের বিরুদ্ধে। মাদ্রাসার নিরাপত্তাকর্মী পদে দাতা সদস্যদের ছেলেকে চাকরি না দিয়ে অন্য একব্যক্তিকে ওই পদে চাকরি দেওয়ায় চরম ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে।
স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তাকর্মী পদে মাদ্রাসারা দাতা সদস্য রহিমুদ্দীনের ছেলে আলম সরদারকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৭ লাখ ২৮ হাজার টাকা নেন সুপার সোবরাব হোসেন। কিন্তু ওই পদে তাঁকে চাকরি না দিয়ে ১৭ লাখ টাকা নিয়ে মাহাতাব হোসাইন নামে একব্যক্তিকে চাকরি দেন।
এ ঘটনায় অনিয়ম ও দুর্নীতের অভিযোগ এনে সোমবার বেলা ১১টার দিকে সুপারের অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন এলাকাবাসী।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন চাকরিপ্রার্থী আলম সরদার, তোতা মিয়া, রুবেল হোসেন, রিয়াজ উদ্দিন, শাহাদত হোসেন, দুলাল সরদার, আব্দুল মজিদ, নুরজাহান বেগম, সুখি বিবি প্রমূখ।
বক্তারা অভিযোগ করে বলেন, মাদ্রাসার দাতা সদস্য রহিমুদ্দীন সরদারের ছেলে আলম সরদারকে নিরাপত্তাকর্মী পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৩ বছর আগে ৭ লাখ ২৮ হাজার টাকা নেন মাদ্রাসার সুপার সোহরাব হোসেন। এর পর বিভিন্ন অজুহাতে টালবাহানা করেন তিনি। এ অবস্থায় গত শনিবার ওই পদে নিয়োগবোর্ড অনুষ্ঠিত হয়। কিন্তু আলম সরদারকে চাকরি না দিয়ে ১৭ লাখ টাকার বিনিময়ে মাহাতাব হোসাইনকে চাকরি দেন। এসব অনিয়ম ও দুর্নীতির কারণে সুপারের পদত্যাগের দাবি করেন বক্তারা।
নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে মাদ্রাসা সুপারিনটেনডেন্ট সোহরাব হোসেন বলেন, বিধিমোতাবেক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। প্রার্থী আলম সরদারের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়া হবে।