বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে পরিত্যাক্ত অবস্থায় ৩টি ওয়ান শুটারগান উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব। উদ্ধারের পর আক্কেলপুর থানা পুলিশের নিকট অস্ত্র তিনটি হস্তান্তর করেছে জয়পুরহাট র্যাব-৫।
আক্কেলপুর থানা পুলিশ সূত্রে জানাগেছে, রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর আমুট্্র গ্রামের নিকটে আফজাল হোসেনের জমি থেকে পরিত্যাক্ত অবস্থায় তিনটি ওয়ানশুটার গান উদ্ধার করেছে জয়পুরহাট র্যাব-৫।
উদ্ধারের পর অস্ত্র তিনটি সাধারণ ডায়রী করে আক্কেলপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র তিনটি পাওয়ায় কেউ আটক হয়নি।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দীক বলেন, ‘পরিত্যাক্ত অবস্থায় জয়পুরহাট র্যাব-৫ পুরাতন তিনটি ওয়ানশুটার গান উদ্ধার করে আক্কেলপুর থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে’।