শুক্রবার, ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
পত্নীতলা প্রতিনিধি: পত্নীতলায় সোমবার উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ। জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সহ উপজেলা ভূমি অফিস, উপজেলা ম্যাধমিক শিক্ষা অফিস, প্রাথমিক শিক্ষা অফিস, মহিলা অধিদপ্তরের ট্রেনিং সেন্টার, পাটিচরা ইউনিয়র পরিষদ সহ অন্যান্য দপ্তর পরিদর্শন শেষে বেসরকারী এনজিও সংস্থা আশার কার্যালয় পরিদর্শন করেন।
এসময় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ এর সাথে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, পত্নীতলা প্রেসক্লাব সভাপতি বুলবুল চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোখলেছুর রহমান সহ অন্যান কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিরা।