মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
বদলগছী প্রতিনিধিঃ
এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানীর ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী সাহাবুদ্দিনসহ সকল হামলাকারীর অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বদলগাছী উপজেলা প্রকৌশলীর কার্যালয় মানববন্ধন পালন করেছে।
পাশাপাশি তারা বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত এক ঘন্টার কর্মবিরতি পালন করেছে। সোমবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. মোখলেছুর রহমান, নক্সাকার (উপ সহকারী প্রকৌশলী) মো. রুকুনজ্জামান, উপ সহকারী প্রকৌশলী সেকেন্দার আলী, উপ সহকারী প্রকৌশলী মো. আল-আমিন, সার্ভেয়র তৌফিক হাসান, হিসাব সহকারী আমজাদ হোসেনসহ উপজেলা প্রকৌশল অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সানশাইন/টিএ