বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি লাল কার্ড দেখায়। তারা বলে ১০ ডিসেম্বর সরকারের পতন হবে। কী সরকার আছে? শেখ হাসিনা আছে? তারা এখন সরকারকে পালাতে বলে। পালাবার পথ নাকি খুঁজে পাবো না। ফখরুল সাহেব, পালিয়ে তো আছেন আপনারা। আমরা এই দেশ থেকে পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠবো।’
রোববার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, ‘বিএনপির এখন কি? পদযাত্রা। পদযাত্রা মানে শেষযাত্রা। পদযাত্রা মানে অন্তিম যাত্রা। পদযাত্রা মানে পেছন যাত্রা। পদযাত্রা মানে মরণযাত্রা। মরণযাত্রা শুনেছেন না? ওই মরণযাত্রা হচ্ছে এখন বিএনপির। মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে আছে আপনাদের নেতা তারেক রহমান। পালাতে আপনারা জানেন, আমরা পালাতে জানি না।’
তিনি বলেন, ‘কিছুদিন আগে বিএনপি এখানে একটা সমাবেশ করেছে। সেই সমাবেশ, আর এই সমাবেশ আজ সারা দেশ দেখছে। পদ্মা নদীর সব ঢেউ আজ এখানে চলে এসেছে। জনসমুদ্র হয়েছে। এই মাঠে যত লোক, তার ১০ গুণ বাইরে বসে আছে।’
বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির মনে বড় জ্বালা। পদ্মা সেতুর জ্বালা যেতে না যেতে মেট্রোরেলের জ্বালা। এটা যেতে না যেতে টানেলের জ্বালা। এরপর রূপপুরের জ্বালা। গ্রাম হয়ে গেছে শহর, আরেক জ্বালা। জ্বালা রে জ্বালা। যেদিকে তাকাই উন্নয়ন আর উন্নয়ন। এসব দেখে জ্বালায় মরে ফখরুল আর বিএনপি।’
বিএনপিকে হুশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘খেলা হবে। খেলা হবার আগেই তো পালানো শুরু করেছে। আগেই তো মরণযাত্রা শুরু করেছে। খেলা তবে হবে। আন্দোলনে হবে। নির্বাচনে হবে। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে লুটপাট, অর্থপাচার, হত্যা, ষড়যন্ত্রের বিরুদ্ধে। খেলা হবে জঙ্গিবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। আগামী নির্বাচনে ফাইনাল খেলা। খবর আছে? তৈরি হয়ে যান। রেডি হয়ে যান। বিএনপির এখনো শিক্ষা হয়নি। শিক্ষাটা পাবে, যখন আগামী নির্বাচনে ফের পরাজয়ের মুখ দর্শন করবে।’