শুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
নিয়ামতপুর প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে অটোচার্জার গাড়ির চাপায় রহিমা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১০ টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের ডিমা গ্রামের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত রহিমা উপজেলার ভাবিচা ইউনিয়নের ডিমা গ্রামের আজিজুল হকের মেয়ে।
জানা গেছে, ডিমা গ্রামের মোড়ে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। সে সময় রহিমাকে (৫) নানার বাড়ীতে যাওয়ার জন্য রাস্তা পার করছিলেন তার দাদী। এমন সময় যাত্রীবাহী একটি অটো চার্জার অপরদিক থেকে বেপরোয়া গতিতে ডিমা মোড়ের দিয়ে যাওয়ার সময় রহিমাকে ধাক্কা দিয়ে তার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শিশু রহিমার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ রহিমার লাশ উদ্ধার করে।
কোনো অভিযোগ না থাকায় আইনী পক্রিয়া সম্পন্ন করে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।