সোমবার, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
মতলুব হোসেন, জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুরে গত বছরেরতুলনায় এবার রবি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ২৭০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। ইতোমধ্যে অনেক জায়গায় ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। উপজেলা কৃষি বিভাগ কৃষকদের দোরগোড়াই গিয়ে রোগ প্রতিরোধে করনীয় নিয়ে চাষীদের পরামর্শ প্রদান অব্যাহত রেখেছেন।
সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রামের মাঠ ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠ জুড়ে যেন সোনা দুলছে। বাতাসে সুবাস ছড়াচ্ছে সরিষা ফুলের মৌ মৌ গন্ধ। অনেক মাঠে দেখা মিলেছে সরিষা ফুল থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করছে। এতে বাড়ছে সরিষা ফুলের পরাগায়ন প্রক্রিয়া। উৎপাদন বাড়ার আশা কৃষকের।
গত রবি মৌসুমে উপশি জাতের সরিষার বপন হয়েছিল ১ হাজার ৮৫০ হেক্টর জমিতে। চলতি মৌসুমে সরিষা বপন হয়েছে ২ হাজার ১২০ হেক্টর জমিতে। যা ২৭০ হেক্টর বেশি জমিতে। সরিষার চাষ বেশি হলেও এবার সরিষা ক্ষেতে ব্লাস্ট রোগের প্রাদুভাব দেখা দিয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান হোসেন উপ-সহকারী কৃষি কর্তাদের মাধ্যমে যাদের সরিষা ক্ষেতে ব্লাস্ট রোগের প্রাদুর্ভার দেখা দিয়েচে সে সকল চাষীদেরকে এজোথ্রিস্টোবির প্লাস ডাইফেনো কোনাজল গ্রুপের বালাই নাশক পরিমিত পানির সাথে মিশিয়ে স্প্রে করার জন্য পরামর্শ প্রদান করছেন।
একই সাথে যে সকল ক্ষেতে রোগ বালাই দেখা দিয়েছে সেসব জমির সরিষা বীজ হিসেবে সংরক্ষণ ও একই জমিতে বার বার সরষিা বপন না করার পরামর্শও প্রদান করেছেন। তা ছাড়া কোন ক্ষেতে রোগ দেখা দেয়ামাত্র কৃষি অফিসের সাথে যোগাযোগ করার জন্য কৃষকদেও উদ্দেশ্য কওে বলেছেন।
কৃষি বিভাগের দাবী রোগ বালাই প্রতিরোধ করা গেলে এ উপজেলায় উৎপাদিত সরিষা এখানকার ভোজ্য তেলের চাহিদা পুরোটা মেটাতে সক্ষম হবেন এবং যে সব এলাকায় সরিষার উৎপাদন কম হয়েছে সে সকল উপজেলায় সহায়ক হবে বলে আশা করছেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান হোসেন সহ সংশ্লিষ্টরা।