বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
ভোলাহাট প্রতিনিধি: ভোলাহাটের মহানন্দা নদীতে এক অজ্ঞাত পরিচয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোলাহাট উপজেলার পোল্লাডাঙ্গা আনন্দ বাজার সংলগ্ন মহানন্দা নদী থেকে ৪০-৪৫ বছর বয়সের অজ্ঞাত পরিচয়ের লাশ উদ্ধার করা হয়। সকাল ৭টার দিকে স্থানীয়রা নদীর পানিতে একটি লাশ উবু হয়ে ভাসতে দেখলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে এসে সুরুৎ রিপোর্ট তৈরি করেন এসআই মোহবুবুর রহমান।
স্থানীয়রা ধারনা করছেন, লাশটি ভারত থেকে ভেসে আসতে পারে। লাশটি মুসলিম বলেন ধারনা করছেন পুলিশ। ঘটনাস্থলে আসেন ভোলাহাট থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সেলিম রেজা চৌধুরী।
তিনি বলেন, লাশটি ভারত থেকে ভেসে এসেছে। ভোলাহাট থানায় হারানো জিডি নেই। তাই প্রাথমিক ধারনা লাশটি ভারতের। ১০-১২ দিন পূর্বে মৃত্যু হয়েছে এমন ধারণা করেন ওসি। থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।
লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জের মর্গে পাঠানো হবে বলে তিনি জানান। এ সময় থেকে পোল্লাডাঙ্গা বিজিবি ক্যাম্পের বিজিবি উপস্থিত ছিলেন।