রিবাকিনাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সাবালেঙ্কা

স্পোর্টস ডেস্ক: লড়াই হলো দারুণ। প্রথম সেট হারের পর আরিনা সাবালেঙ্কা ঘুরে দাঁড়ালেন দোর্দণ্ড প্রতাপে। এলেনা রিবাকিনাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককে চ্যাম্পিয়ন হলেন বেলারুশের এই তারকা।
মেলবোর্নে শনিবারের ফাইনালে গত উইম্বলডন চ্যাম্পিয়ন রিবাকিনাকে ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে হারান ২৪ বছর বয়সী সাবালেঙ্কা। প্রথমবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেই তিনি শিরোপা জিতলেন। এই বছরে এখনও পর্যন্ত ১১ ম্যাচ খেলে জিতলেন সবগুলিই।
বছরে আগের ১০ ম্যাচেই সরাসরি সেটে জেতা সাবালেঙ্কার ফাইনালে ছন্দ পেতে একটু সময় লাগে। রড লেভার অ্যারেনায় প্রথম সেটে রিবাকিনা এক পর্যায়ে এগিয়ে যান ৩-১-এ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৪-৪ করে ফেলেন সাবালেঙ্কা, কিন্তু শেষ পর্যন্ত হার এড়াতে পারেননি। দ্বিতীয় সেট জিততে খুব একটা বেগ পেতে হয়নি সাবালেঙ্কাকে। তৃতীয় সেটে আবার লড়াই হয় হাড্ডাহাড্ডি। রিবাকিনা এগিয়ে যান ৩-২-এ। এরপর সাবালেঙ্কার ঘুরে দাঁড়ানো এবং জয়ের হাসি।


প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩ | সময়: ৬:৫৮ পূর্বাহ্ণ | সুমন শেখ