মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার এ ভ্রাম্যমাণ আদালতে রায় দেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, সদর ইউনিয়নের কোমারপুর গ্রামের মুনছুর আলীর ছেলে সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদ বেশকিছু দিন ধরে এক্সেভেটর দিয়ে আবাদি জমির মাটি কেটে ট্রাক্টর করে অন্যত্রে নিয়ে যাচ্ছেন। এমন তথ্যের ভিত্তিতে শনিবার সকালে অভিযান পরিচালনা করে এক্সেভেটরটি আটক করা হয়। এসময় এক্সেভেটর চালক হৃদয় ও সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদকে
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।