মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহ্মুদ, এমপি আজ শুক্রবার তিন দিনের সরকারি সফরে রাজশাহী আসবেন। তিনি সকাল দশ’টায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন। মন্ত্রী সকাল এগারো’টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী আগমন উপলক্ষ্যে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন।
শনিবার (২৮ জানুয়ারি) মন্ত্রী রাজশাহীতে অবস্থান করবেন।
রবিবার (২৯ জানুয়ারি) দুপুর দুই’টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী আগমন উপলক্ষ্যে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের মাদ্রাসা মাঠের জনসভায় যোগদান করবেন। এদিন বিকাল পাঁচ’টায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশে রাজশাহী ছেড়ে যাবেন।