মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম, এমপি তিন দিনের সরকারি সফরে রাজশাহী আসবেন আজ। বিকাল তিন’টায় সড়কপথে রাজশাহীর বাঘা উপজেলায় এসে পৌঁছবেন।
প্রতিমন্ত্রী বিকাল চার’টায় চারঘাট উপজেলার বামনদীঘিতে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন । শনিবার (২৮ জানুয়ারি) প্রতিমন্ত্রী সকাল এগারো’টায় বাঘা উপজেলা প্রশাসন আয়োজিত শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। রবিবার (২৯ জানুয়ারি) সকাল নয়’টায় পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারগণের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে যোগদান করবেন। দুপুর দুই’টায় মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগদান করবেন। এদিন সন্ধ্যা ছয়’টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।