সর্বশেষ সংবাদ :

প্রধানমন্ত্রীকে বরণ করতে নগরীজুড়ে নানা আয়োজন

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র জনসভা সফল করার লক্ষ্যে রাজশাহীজুড়ে চলছে মহা প্রস্তুতি। প্রচার মিছিল, লিফলেট বিতরণ, মতবিনিময় সভা থেকে শুরু করে চলছে শো-ডাউন।
বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলা ও মহানগরের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
আরো বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য বেগম আখতার জাহান। সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা। সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
প্রধান অতিথির বক্তব্যে এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আগামী ২৯ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র জনসভা জনসমুদ্রে পরিনত করার লক্ষ্যে রাজশাহীর প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লায় সকল নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে উৎসাহ ও উদ্দিপনা সৃষ্টি হয়েছে। আসন্ন জননেত্রী শেখ হাসিনা’র জনসভা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জনসভা সফল করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আশা করি এই জনসভা মাদ্রাসা ময়দান ছাড়িয়ে মূল সড়ক ও মহাসড়কে জনগণ বিস্তৃত হবে।
সভায় সিদ্ধান্তগুলো হচ্ছে, শুক্রবার বিকাল ৪টায় নগরীর প্রতিটি ওয়ার্ডে একযোগে প্রচার মিছিল অনুষ্ঠিত হবে। আগামী ২৮ তারিখ শনিবার বিকাল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের প্রচার মিছিল অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী জিন্নাতুন নেসা তালুকদার, রাজশাহী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মাহ্ফুজুল আলম লোটন, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, রেজাউল ইসলাম বাবুল, ডাঃ তবিবুর রহমান শেখ, নাঈমুল হুদা রানা, বদরুজ্জামান খায়ের, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানুল হাসান দুদু, জাকিরুল ইসলাম সান্ট, এ্যাড. ইব্রাহিম হোসেন, অধ্যক্ষ এস.এম একরামুল হক, এ্যাড. শরিফুল ইসলাম শরীফ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আসাদুজ্জামান আজাদ, আহ্সানুল হক পিন্টু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাবলু, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ.কে.এম আসাদুজ্জামান, এ্যাড. আব্দুস সামাদ, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক দিলীপ কুমার সরকার, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি সহ বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।
রাসিকের কর্মচারী ইউনিয়নের প্রচার মিছিল : আগামী ২৯ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে আগমন উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বিশাল র‌্যালি ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগর ভবন থেকে র‌্যালি ও প্রচার মিছিল শুরু হয়। র‌্যালি ও প্রচার মিছিলটি শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর হয়ে নিউ মার্কেট হয়ে আলুপট্টি ও সাহেব বাজার হয়ে পুনরায় নগরভবনে এসে শেষ হয়।
র‌্যালি ও প্রচার মিছিলে রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, রাসিকের কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ, সাধারণ সম্পাদক আজমীর আহমেদ মামুনসহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগ: নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগ (রেজিঃ নং-বি-২২১৬) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে এক প্রচার মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উক্ত সমাবেশে দলে দলে যোগদান ও সফল করার জন্য মিছিলটি নেসকো পিএলসি বিদ্যুৎ ভবন, রাজশাহীর বিভিন্ন স্থান প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় কার্যালয় চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথ সভায় নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রভাস কুমার আচার্য্যরে সভাপতিত্ত্বে বক্তৃতা করেন নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখার শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সাংগঠনিক সম্পাদক একেএম শহীদুল ইসলাম, শ্রমিক কল্যান সম্পাদক শামীম উদ্দিন, বিবিবি-১, রাজশাহীর সভাপতি খন্দকার মনোয়ারুল ইসলাম, বিবিবি-৩, রাজশাহীর সভাপতি আব্দুল মমিনসহ প্রমুখ নেতৃবৃন্দ।
প্রচার মিছিলের নেতৃত্বে ছিলেন যথাক্রমে প্রভাস কুমার আচার্য্য, শহিদুল ইসলাম খান, আব্দুস সোহেল, এনামুল হক আনু, একেএম শহীদুল ইসলাম, সুলতান মাহমুদ, জাহাঙ্গীর হোসেন, আঁখি ইকবাল, শামীম উদ্দিন, শফিকুল ইসলাম সুমন, শামসুল হক সুমন, আশরাফুল ইসলাম তরুনসহ প্রমুখ নেতৃবৃন্দ।


প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩ | সময়: ৬:৪১ পূর্বাহ্ণ | সুমন শেখ