সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটের পাঁচবিবিতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার- মোট ১৭১ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে কম্বল (শীতবস্ত্র) বিতরণ সম্পন্ন (শেষ) হয়েছে ।
বুধবার বিকেলে পাঁচবিবি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের এক শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের হাতে এ সব কম্বল তুলে দেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরমান হোসেন।

 

এর আগে প্রথম পর্বে- গত সোমবার (২৪ জানুয়ারি) পাঁচবিবি উপজেলার ধরঞ্জি বীর নিবাসে অর্ধশত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক কম্বল বিতরণ করা হয়েছিল। উল্লেখ্য, পাঁচবিবি উপজেলা প্রশাসনের ২০২২-২৩ইং অর্থবছরের জন্য- দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত এ সব কম্বল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করা হয়।

 

 

 

 

সানশাইন/টিএ


প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩ | সময়: ৯:০২ অপরাহ্ণ | Daily Sunshine