সোমবার, ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
গোদাগাড়ী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জানে আলমের বিরুদ্ধে পরিবেশ দূষণ ও ক্ষতির অভিযোগে আদালতে মামলা দায়ে হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানয়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী সিনিয়র চীফ জুডিশিয়িাল ম্যাজিস্টেট আবু তালেব এর আদালতে সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ঙ) ধারায় মামলাটি করেন আইনজীবি ও মানবাধিকার কর্মী সালাহউদ্দদীন বিশ্বাস। মামলায় ১ নং আসামী হিসাবে ইউএনও জানে আলমের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা ৫/৬ জন রয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে উপজেলা গোদাগাড়ী ইউনিয়নের পরমান্দপুর মৌজায় ০.৫৮ যার নং জেল, ১৮৮, দাগ নং ২৮৫,পরিমান ০.৮৫ একর পুকুর মাটি দিয়ে ভরাট করে পরিবেশের দুষণ ও ক্ষতি সাধন করেছে। মামলাটি আমলে নিয়ে আগামী মে মাসের ২২ তারিখে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক অথবা পরিদর্শকের উপস্থিতিতে শুনানীর নির্দেশ প্রদান করেন আদালত। মামলার বিষয়ে জানতে চাইলে ইউএনও মো. জানে আলম জানান, এ বিষয়ে তিনি এখনো কিছু জানেন না। তবে তিনি দাবি করেন, যেখানে মাটি ফেলা হচ্ছে সেখানে কোনো পুকুর নেই। স্থানীয় কিছু ভূমিদস্যু অনেক আগেই পুকুর ভরাট করে নিজেরা ভোগদখল করতেন। তারা সেটি উদ্ধার করেছেন। তারা যদি মামলা করে থাকেন তাহলে হয়রানি করার জন্যই করেছেন।
সানশাইন/টিএ