মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: আগামী ২৯ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে আগমন উপলক্ষে কাটাখালী পৌর আ’লীগের উদ্যোগে বর্ধিত সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মাসকাটাদিঘি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন।
কাটাখালী পৌর আ’লীগের সভাপতি মো. আবু সামা’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, পবা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌর মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ, কাটাখালী পৌর মেয়র (ভারপ্রাপ্ত) মো. আনোয়ার সাদাত নান্নু, পবা উপজেলা যুবলীগের সভাপতি মো. এমদাদুল হক এমদাদ, পবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফরিদুল ইসলাম রাজু।
কাটাখালী পৌর আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জহুরুল আলম রিপনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- পবা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মো. পলাশ, পবা উপজেলা মহিলা যুবলীগের সভাপতি হাসিনা খাতুন ও সাধারণ সম্পাদক খুশী খাতুন। আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও কাটাখালী পৌর কাউন্সিলর ইয়াসিন আলী সুকটা, বোরহান রাব্বানী, আব্দুল মজিদ, এনামুল হক, আয়শা খাতুন, শ্রমিক লীগ নেতা মাসুদ রানাসহ পবা উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।