সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
পত্নীতলা প্রতিনিধি: পত্নীতলায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় হাইব্রিড বোরো ধানের সমলয়ে চাষাবাদে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপনের উদ্বোধন বুধবার উপজেলার গগণপুর মাদ্রাসাপাড়া এলাকায় করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপপরিচালক আবু হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গাফ্ফার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার প্রকাশ চন্দ্র সরকার।
অন্যদের মধ্যে ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান, আলিউল রহমান অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, কৃষক, সুধীজন। আলোচনা সভা শেষে অতিথিরা মাঠে উপস্থিত থেকে হাইব্রিড বোরো ধানের সমলয়ে চাষাবাদে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপনের উদ্বোধন করেন।