বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
গোদাগাড়ী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে মা ও শিশু সহায়তা কর্মসূচির গবেষণা কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে উপজেরা নির্বাহী কর্মকর্তা(ইউইনও) জানে আলমের সভাপতিত্বে কারিগরি সহযোগিতায় জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি, বাস্তবায়ন সহযোগী ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেরা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।বিশেষ অতিথি ছিলেন,রাজশাহী জেলা মহিলা অধিদপ্তরের উপ পরিচালক শবনব শিরিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম মিলি, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিনসহ সকল কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক বৃন্দ সহ প্রমূখ। সভায় গর্ভকালীন সময়ে মা ও শিশুর পুষ্টি, স্বাস্থ্য এবং শিশুর জন্মের পর মাতৃত্বকালীন ভাতা ও আর্থিক সহায় প্রদানের বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সানশাইন/টিএ