শুক্রবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘ফাউন্ডেশন ট্রেনিং ফর নন-একাডেমিক স্টাফ’ শীর্ষক এক প্রশিক্ষণ সোমবার শুরু হয়েছে। এদিন সকাল সাড়ে ৯টায় দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম। আইকিউএসি’র পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আইকিউএসসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক মশিহুর রহমান শুভেচ্ছা বক্তৃতা করেন।
আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক আব্দুর রশিদ সরকার প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। কর্মশালায় রাবিতে কর্মরত ৬০ জন সহায়ক কর্মচারী অংশ নিচ্ছে।