শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে হাসপাতালের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলে হোসেন বাদশা।
সভায় হাসপাতাল সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এর আগে পূর্বের সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পর্যালোচনা করেন পর্ষদের সদস্যরা। আগের তূলনায় হাসপাতালে সেবার মান বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করে বর্তমান সময়ে হাসপাতালের সেবার মান আরো বৃদ্ধিসহ রোগীদের ভোগান্তি কমাতে বেশকিছু পরিকল্পনার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী, উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ নওশাদ আলীসহ হাসপাতাল পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।