সর্বশেষ সংবাদ :

লালপুরে সিএনজি ও পাওয়ার ট্রলি সংঘর্ষে নিহত ১

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে ইট বোঝাই পাওয়ার ট্রলি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে আমিরুল সরকার (৩৭) নামে একজন নিহত হয়েছেন। আহত অপর একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার লালপুর-বনপাড়া সড়কের গোপালপুর মধুবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিরুল সরকার (৩৭) বড়াইগ্রামের হাটুয়া গ্রামের মৃত আবেদ সরকারের ছেলে। আহত ব্যক্তি উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের ভোলা মুন্সীর ছেলে আসলাম উদ্দিন (৪৫)।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, ঘাতক পাওয়ার ট্রলিটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের লাশ আত্মীয়ের মাধ্যমে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেয়ে সড়ক আইনে মামলা করা হবে।


প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩ | সময়: ৫:৩৮ পূর্বাহ্ণ | সুমন শেখ