সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ট্রাক চাপায় সাহেরা বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার বিকেল ৪টার দিকে কাশিয়াডাঙ্গা-কাঁকনহাট সড়কের রহমতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সাহেরা বেগম গোদাগাড়ী উপজেলার কুপাকান্দি গ্রামের আলম আলীর স্ত্রী।
নিহতের দেবর মিজানুর রহমান বলেন, ‘সাহেরা ভ্যানে চড়ে ওষুধ কিনতে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক পেছন দিক থেকে ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।’
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘নিহত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’