সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ ইং, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
মোহনপুর প্রতিনিধিঃ
আগামী ২৯ শে জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহীতে আগমন উপলক্ষ্যে আলোচনা সভা করা হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) বিকালে মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়ন প্রাঙ্গনে এ সভা করা হয়।
রায়ঘাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান বাবলু হোসেনের সভাপত্বিতে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজ, রায়ঘাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়েজ উদ্দিনসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় উপস্থিত নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী আগমন ও জনসভাকে সাফল্য মণ্ডিত করতে নানান বিষয়ে আলোচনা করেন।
সানশাইন/টিএ