বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা রাজশাহীতে ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জনসভায় ভাষণ দিবেন। রাজশাহীতে এই কাঙ্খিত জনসভা সফল করার লক্ষ্যে আগামীকাল ২১ জানুয়ারী শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের রাজশাহী বিভাগীয় বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। নগরীর সি এন্ড বি মোড়ে জেলা পরিষদ মিলনায়তনে সভায় উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলসহ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উক্ত সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগর শাখার সভাপতি মো. রমজান আলী এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন বাচ্চু’র নির্দেশে মহানগর যুবলীগের সকল নির্বাহী সদস্য ওয়ার্ড যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ক যথাসময়ে যথাস্থানে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার জন্য আহ্বান করেছেন।