রবিবার, ১০ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে গরু বোঝাই নসিমন উল্টে চালক জাকির হোসেন (৩২) নিহত এবং আরো নয় যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার আইড়মাড়ি ব্রিজ এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন উপজেলার উপলশহর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
আহতরা জানান, বৃহস্পতিবার সকালে ১৪টি গরু নিয়ে তারা নয়জন সিরাজগঞ্জের নওগাঁ হাটে যাচ্ছিলেন। পথে আইড়মাড়ি ফিলিং স্টেশন এলাকায় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে নসিমনের নীচে চাপা পড়ে চালকসহ অন্যরা আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।