সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পারুলিয়া কোয়ালীপুকুর এলাকার ফসলের মাঠ থেকে রোস্তম আলী (৩০) নামে এক যুবকের লাশ করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত রোস্তম জয়পুরহাট পৌর শহরের কাশিয়াবাড়ি এলাকার মৃত আনিছুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোস্তম আলী বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধ্যান পাননি। বৃহস্পতিবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
সদর থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।