চাঁপাইনবাবগঞ্জে ২ হাজার ১শ’ লিটার চোলাইমদসহ ৩ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৩ জনকে আটক করেছে র‌্যাব। এ সময় ২ হাজার ১শ’ ৯০ লিটার চোলাইমদ জব্দ করা হয়। বুধবার বিকালে শিবগঞ্জ উপজেলার কানসাট বাগানবাড়ী এলাকায় দু’টি পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃরা হলো- শিবগঞ্জের বড়চক দৌলতপুরের মৃত নজরুল ইসলামের ছেলে সোহেল রানা (৪০), কানসাট বাগানবাড়ী’র মৃত মনো আলীর ছেলে ইসমাইল হোসেন (২৩) ও একই এলাকার মামুন আলীর স্ত্রী শাহানারা বেগম (৩৫)। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জের কানসাট বাগানবাড়ী এলাকায় দু’টি পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ১শ’ ৯০ লিটার চোলাইমদসহ ৩ জনকে আটক করা হয়। অভিযানকালে ১৪টি প্লাস্টিকের ড্রাম, ৬টি এ্যালুমিনিয়ামের পাতিল ও ৭টি মাটির হাড়ি এবং ৭টি প্লাস্টিকের বালতি উদ্ধার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

 

 

 

সানাশাইন/টিএ

 


প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩ | সময়: ৯:২২ অপরাহ্ণ | Daily Sunshine