বুধবার, ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সোনামসজিদ সীমান্ত এলাকা থেকে বুধবার ১শ’ ৭ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে বিজিবি। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি।
চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি)’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব তথ্যের ভিত্তিতে সোনামসজিদ বিওপির নায়েক গোলাম হায়দারের নেতৃত্বে সীমান্ত পিলার ১৮৫/১৩-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী নামক স্থানে অভিযান চালায়। অভিযানকালে মালিকবিহীন ১০৭ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সানশাইন/টিএ