মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ লুৎফর রহমান (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মন্ডতোষ ইউনিয়নের মন্ডতোষ পূর্ব পাড়া থেকে লুৎফরকে আটক করা হয়। আটককৃত লুৎফর রহমান সুজাপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ও গাঁজা ব্যবসায়ী।
ঘটনার সূত্রে জানা গেছে, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই মো. মঞ্জুর আহমেদ, এএসআই মো. ইউসুফ ও এএসআই আজাবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মন্ডতোষ পূর্ব পাড়া গ্রামের আবুল কালাম আজাদের বাড়ির পার্শ্ব থেকে বুধবার(১৮জানুয়ারী) সকাল সাড়ে দশটার দিকে গাজা ব্যবসায়ী লুৎফর রহমানকে আটক করে। আটকের সময় তার দেহ তল্লাশি করে প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। আটকের বিষয়টি ওসি নিজেই নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে ভাঙ্গুড়া থানা পুলিশ। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার(১৮জানুয়ারী) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সানশাইন/টিএ