সর্বশেষ সংবাদ :

রুয়ান্ডার স্মরণীয় জয়ে ইশিমুয়ের ৪ বলে ৪ উইকেট

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় চলমান উইমেন’স অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপটা রুয়ান্ডার জন্য এমনিতেই মাইলফলকের। সেই উপলক্ষ স্মরণীয় করে রাখল তারা দারুণ এক জয়ে। যেখানে ৪ বলে ৪ উইকেট নিয়ে সব আলো কেড়ে নিলেন দলটির অলরাউন্ডার হেনরিয়েট ইশিমুয়ে।
পচেফস্ট্রুমে মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৩৯ রানের বড় ব্যবধানে হারায় রুয়ান্ডা। পুরুষ কিংবা নারী ক্রিকেটের যে কোনো পর্যায়ে প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা আফ্রিকার দেশটি পেল প্রথম জয়ের স্বাদ। আসরে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে তারা হেরেছিল ৮ উইকেটে। জিম্বাবুয়ের বিপক্ষে রুয়ান্ডার জয়ের ভিত গড়ে দেন প্রথম তিন ব্যাটার। দুজনের ত্রিশ ছোঁয়া ইনিংসে ৮ উইকেটে ১১৯ রান তোলে তারা। জবাবে জিম্বাবুয়ে গুটিয়ে যায় স্রেফ ৮০ রানে।
শেষের আগের ওভারে ডাবল হ্যাটট্রিকের ওই চমক জাগানিয়া বোলিং উপহার দেন ইশিমুয়ে। এই পেস বোলিং অলরাউন্ডার কোটার প্রথম ৩ ওভারে ১৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। নিজের শেষ ওভারে এসে প্রথম ৪ বলে তুলে নেন ৪ উইকেট। যেখানে ফিল্ডারদের কোনো সহায়তারই প্রয়োজন হয়নি। বোল্ড হন জিম্বাবুয়ের তিন ব্যাটার, একজন এলবিডব্লিউ। রান ৮০ রেখেই শেষ ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে! চলতি আসরে দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন ইশিমুয়ে। আগের দিন স্কটল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনিং অলরাউন্ডার ম্যাডিসন ল্যান্ডসমান।


প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩ | সময়: ৫:২২ পূর্বাহ্ণ | সুমন শেখ