মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
স্পোর্টস ডেস্ক: ম্যাচের শুরুর দিকে একজনকে হারানোর ধাক্কা আর সামলে উঠতে পারল না বাংলাদেশ পুলিশ এফসি। তাদের অনায়াসে হারিয়ে স্বাধীনতা কাপের ফাইনালে উঠল বসুন্ধরা কিংস। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বৃহস্পতিবার দ্বিতীয় সেমি-ফাইনালে বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলা পুলিশকে ৩-১ গোলে হারায় কিংস।
আগামী সোমবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফাইনালে কিংসের প্রতিপক্ষ শেখ রাসেল ক্রীড়া চক্র, যারা প্রথম সেমি-ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীকে হারায় ৩-২ গোলে। ম্যাচের দশম মিনিটেই একজনকে হারায় পুলিশ। রাকিব হোসেনের ক্রসে দোরিয়েলতন গোমেসের হেড যাচ্ছিল জালে। গোললাইন থেকে হাত দিয়ে বল ফিরিয়ে লাল কার্ড দেখেন ডিফেন্ডার বেহনাম হাবিবি। পেনাল্টি পেয়ে কিংসকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দি সিলভা রবিনিয়ো।
দ্বিতীয়ার্ধের দশম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বাংলাদেশ জাতীয় দলের ফরোয়ার্ড রাকিব। এরপর ৭১তম মিনিটে দোরিয়েলতনের গোলে চালকের আসনে বসে যায় কিংস। যোগ করা সময়ে মরিল্লোর গোলে পরাজয়ের ব্যবধানই কেবল কমাতে পারে পুলিশ।