সর্বশেষ সংবাদ :

শাহ্ মখদুম থানা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের প্রচার মিছিল

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জনসভা সফল করার লক্ষ্যে শাহ্ মখদুম থানা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার বিকাল ৫টায় নগরীর বিমান চত্বর মোড় থেকে প্রচার মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে নওদাপাড়া বাজারে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

 

 

পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। সভাপতিত্ব করেন শাহ্ মখদুম থানা আওয়ামী লীগ সভাপতি আখতারুল আলম। সঞ্চালনা করেন শাহ্ মখদুম থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহাদত আলী শাহু।

 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি নাঈমুল হুদা রানা, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ ডলার, সদস্য হাবিবুর রহমান বাবু, শাহাব উদ্দিন, ইউনুস আলী, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন সহ নেতৃবৃন্দ।

 

 

 

 

সানমাইন/টিএ


প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৩ | সময়: ৯:২৬ অপরাহ্ণ | Daily Sunshine